ফের সিএএ লাগু করার পক্ষে সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার বহরমপুরের ভোট প্রচারে গিয়ে তাঁর হুঙ্কার, আজ না হয় কাল রাজ্যে সিএএ চালু হবেই। সেই সঙ্গে এদিন তিনি আরও বলেন, আজ হোক বা কাল, হয় রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে না হলে বাদ রেখে সিএএ লাগু হবেই।
এর আগে বনগাঁয় পুর ভোটের প্রচারে গিয়েও রাজ্য সভাপতির গলায় একই সুর শোনা গিয়েছিল। রাজ্যের বিরুদ্ধে তাঁর অভিযোগ, সরকারের অসহযোগিতার জন্যই রাজ্যে এখনও সিএএ লাগু হয়নি। প্রসঙ্গত, বনগাঁ পুরসভায় মতুয়া ভোট একটি বড় নির্ণয়ক শক্তি। মোটা ভোটারের ৪০% শতাংশই মতুয়া। আর মতুয়াদের একটি অংশ দীর্ঘদিন ধরেই সিএএ এর পক্ষে সওয়াল করে আসছে।
বহরমপুরের ভোট প্রচারে গিয়ে সুকান্ত মজুমদার আরও বলেন, সিএএ লাগু হবেই। তার জন্য সর্বস্তরে আলোচনা চলছে। রাজ্যের বিরোধিতার জন্যই এত সময় লাগছে। রাজ্য চাইলে কালও সিএএ চালু হয়ে যাবে।
এদিকে সুকান্ত মজুমদারের এই মন্তব্যকে কেন্দ্র করে ফের তৃণমূল বনাম বিজেপি চাপানউতর শুরু হয়েছে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওনার উচিত দলের একাংশকে এখন বোঝানো। তারপর না হয় সিএএ নিয়ে উনি কথা বলবেন।
Comments are closed.