রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বাংলা বনধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি কর্মী সমর্থকরা। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে সোমবার বনধের ডাক বিজেপির। বনধ সফল করতে রাস্তায় নামেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় পুলিশের।
সকালে বালুরঘাটে বনধ সফল করতে রাস্তায় নামেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য বিজেপি কর্মীরা। সেখানেই তাঁর সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। অবস্থা এমন হয় যে, ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী।
এদিন বনধ সফল করতে রেল অবরোধও করেন বিজেপি কর্মীরা। যার জেরে সকালেই পূর্ব রেলওয়ে শাখার রেল চলাচল কিছুটা ব্যাহত হয়। সপ্তাহের প্রথম দিনই ভোগান্তির শিকার হন অফিস যাত্রী থেকে ট্রেনের নিত্যযাত্রীরা। বেশ কিছু জায়গায় রাস্তা অবরোধ করে হয়েছে। বাসস্ট্যান্ড চত্ত্বরগুলিতে ধর্নায় বসেন বিজেপি কর্মীরা। তবে বনধ ঘিরে অশান্তি এড়াতে এবং সাধারণ মানুষের সুবিধার কথা ভেবে জেলায় জেলায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে বনধ সফল করতে মরিয়া রাজ্য বিজেপি।
Comments are closed.