বিজেপি প্রার্থীকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ করে পোস্টার বিক্ষুব্ধদের
প্রার্থী তালিকা প্রকাশের পরে তৃণমূল বিজেপি দুই শিবিরেই গোষ্ঠী কোন্দল
প্রার্থী পছন্দ না হওয়ায় এবার অভিনব কায়দায় ক্ষোভ প্রকাশ করল পুরুলিয়া জেলা বিজেপি নেতৃত্বের একাংশ। পুরুলিয়ার পারায় রীতিমত বিজেপি প্রার্থীর হারের মার্জিন জানিয়ে পোস্টার পড়ল। পোস্টারে এক, দুই, তিন করে লেখা আমরা বিজেপিকে ভালোবাসি কিন্তু নদীয়া চাঁদকে নয়। ওই পোস্টারে বিজেপির কর্মী বলে দাবি করে খোলা চ্যালেঞ্জ করা হয়, পারায় বিজেপি প্রার্থী নদীয়া চাঁদ বারুইকে তাঁরা ৫০ হাজার ভোটে হারাবেন। এমনকী স্থানীয় বিজেপি কর্মীদের চাঞ্চল্যকর অভিযোগ, ১৭ লক্ষ টাকার বিনিময়ে পারা কেন্দ্রের টিকিট বিক্রি করেছেন বিজেপি জেলা সভাপতি।
[আরও পড়ুন- ফের রাজ্যে প্রচারে মোদী, যাবেন কি নন্দীগ্রামে?]
বাংলায় একুশের ভোটের প্রার্থী তালিকা প্রকাশের পরে তৃণমূল বিজেপি দুই শিবিরের মধ্যেই গোষ্ঠী কোন্দল দেখা দিয়েছে। টিকিট না পেয়ে তৃণমূলের বেশ কয়েকজন বিধায়ক ইতিমধ্যেই যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। দলত্যাগীদের তালিকায় আছেন মমতার একসময়ের ছায়া সঙ্গী সোনালী গুহ। অন্যদিকে বিজেপির প্রথম পর্যায়ের প্রার্থীদের নাম ঘোষণার পরে জেলায় জেলায় স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের বিজেপির জেলা নেতৃত্বের একাংশ আসন্ন বিধানসভা ভোটে নির্দলে প্রার্থী দেবে বলেও ঘোষণা করেছেন।
Comments are closed.