২১ জুলাইয়ের ভার্চুয়াল সভা থেকে ডাক দিয়েছিলেন। তৃণমূল নেত্রীর ডাকে সাড়া দিয়ে কয়েক দিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসেন দক্ষিণ দিনাজপুরের একদা জেলা সভাপতি বিপ্লব মিত্র এবং তাঁর ভাই প্রশান্ত মিত্র। লোকসভায় উত্তরবঙ্গে বেজায় ধাক্কা খাওয়া তৃণমূল বিপ্লব মিত্রকে ধরে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা সাজাচ্ছে। এর মধ্যে উত্তরবঙ্গে আবার বিজেপিতে ভাঙন ধরিয়ে আলিপুরদুয়ারে ১৪ জন নেতাকর্মী যোগ দিলেন তৃণমূলে।
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের কালচিনি বিধানসভার বিজেপি নেতা তথা পঞ্চায়েত প্রধান সন্দীপ এক্কা সহ ৬ জন পঞ্চায়েত প্রধান তৃণমূলে যোগ দিয়েছেন। এছাড়াও আরও ৮ জন বিজেপি নেতা আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন।
কয়েকদিন আগেই গেরুয়া শিবির ছেড়ে তৃণমূলে ফিরে এসেছেন দক্ষিণ দিনাজপুরের প্রাক্তন তৃণমূল সভাপতি বিপ্লব মিত্র। গত শুক্রবার তৃণমূল ভবনে বিপ্লব মিত্র এবং তাঁর ভাই প্রশান্ত মিত্রর হাতে দলীয় পতাকা তুলে দেন মহাসচিব পার্থ চ্যাটার্জি। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, দক্ষ সংগঠক বিপ্লব মিত্রের তৃণমূলে ফেরায় একুশের ভোটের আগে উত্তরবঙ্গে বড়ো সুবিধা পেল মমতা ব্যানার্জির দল। এরই মধ্যে আলিপুরদুয়ারে বিজেপিতে ভাঙন ধরালো তৃণমূল। আগামীদিনে আরও নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে আসতে চলেছেন বলে দাবি করছেন নেতারা।
Comments are closed.