আফগানিস্থানে আত্মঘাতী হানায় ১১ ভারতীয়সহ কম পক্ষে ২০ জনের মৃত্যু।

আফগানিস্থানের জালালাবাদে রবিবার আত্মঘাতী জঙ্গি হানায় প্রাণ হারালেন কমপক্ষে ২০ জন। নিহতদের মধ্যে রয়েছেন ১১ জন ভারতীয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। এই হামলার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক ট্যুইট বার্তায় মোদী বলেছেন, ‘এই ঘটনা আসলে আফগানিস্থানের বহুত্ববাদী সংস্কৃতির উপর হামলা। মৃতদের পরিবারগুলিকে জানাই গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। আফগান সরকারকে এই সময় সব ধরনের সাহায্য করতে প্রস্তুত ভারত’।
জালালাবাদ পুলিশ সংবাদসংস্থাকে জানিয়েছে, আফগানিস্থানের রাষ্ট্রপতি আশরফ গনি জালালাবাদে এসেছিলেন রবিবার। জালালাবাদের গভর্নরের বাসভবনে সে দেশে বসবাসকারী শিখ ও হিন্দু ধর্মের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার ছিল গনির। তবে গর্ভনরের বাসভবনে প্রবেশের আগেই ঘটে আত্মঘাতী হানা। আগামী অক্টোবর মাসে আফগানিস্থান সংসদের নির্বাচনে প্রার্থী হওয়ার কথা ছিল শিখ নেতা অবতার সিংহ খালসার। আত্মঘাতী হানায় প্রাণ হারিয়েছেন তিনিও।

Leave A Reply

Your email address will not be published.