অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে নিম গাছের তলায় দু’টি পাথর স্থাপন করা এবং তার প্রতিবাদে একাধিক কর্মসূচিকে কেন্দ্র তৈরি হয় তীব্র উত্তেজনা। সংস্কৃতির প্রাণকেন্দ্র অ্যাকাডেমি চত্বরকে ধর্মীয় চেহারা দেওয়ার বিরোধিতা করেন নাট্য কর্মীরা। শুরু হয়ে যায় উভয়পক্ষের বাদানুবাদ। এমনকী অনেক প্রবীণ নাট্যকর্মীকে হেনস্থা করারও অভিযোগ ওঠে। মহিলা নাট্যকর্মী পাঞ্চালি কর দাবি করেন, তাঁকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে। উপস্থিত নাট্যকর্মীদের অভিযোগ, অ্যাকাডেমি অফ ফাইন আর্টস বা রবীন্দ্র সদনের মত সাংস্কৃতিক প্রাণকেন্দ্রকে ধর্মীয় মোড়কে মুড়ে ফেলার অপচেষ্টা চালাচ্ছে একদল মানুষ। তার প্রতিবাদ করতে গিয়েই আজ চরম লাঞ্ছিত হলেন তাঁরা। এরপর নাট্যকর্মীরা সমবেতভাবে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের করেন।
Related Posts