ভিন রাজ্যে গিয়ে বাংলার স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করিয়েছেন অনেকে। এবার স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে জটিল বোন ম্যারো প্রতিস্থাপন হতে চলেছে বাংলায়। হুগলি জেলার উত্তরপাড়ায় ক্যান্সার আক্রান্ত বাসিন্দা কার্ডে সুবিধা পেতে চলেছেন।
ব্লাড ক্যান্সার আক্রান্ত ওই রোগীর বোন ম্যারো প্রতিস্থাপনের চিকিৎসা শুরু হয়েছে শনিবার থেকে। যার ৫০ শতাংশ ব্যয়ভার বহন করবে স্বাস্থ্যসাথী কার্ড। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে টুইট করে জানানো হয়েছে এ কথা।
With inspiration of Hon'ble Chief minister, for the first time, a blood cancer patient of Uttarpara, Hooghly will receive treatment through 'Swasthyasathi' card. 50% of the cost of the bone-marrow transplant will be given through the Swasthyasathi card.
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) June 21, 2021
রাজ্যে এই প্রথমবার স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে ব্লাড ক্যান্সার রোগীর বোন ম্যারো প্রতিস্থাপন হতে চলেছে।
জানা গেছে, উত্তরপাড়ার বাসিন্দা প্রশান্ত চ্যাটার্জি হাওড়ার একটি বেসরকারি সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর কেমোথেরাপি হয়েছে এবার শুরু করতে হবে বোন ম্যারো প্রতিস্থাপন।
গরীব পরিবারের সদস্য প্রশান্তবাবু ভেবেই পাচ্ছিলেন না কীভাবে চিকিৎসা হবে তাঁর। এই সময় মুশকিল আসান হয়ে দেখা দেয় স্বাস্থ্যসাথীর কার্ড। বোন ম্যারো প্রতিস্থাপন করতে খরচ হবে ১০ লক্ষ টাকা। যার ৫ লক্ষ টাকা পাওয়া যাবে স্বাস্থ্যসাথীর কার্ডে। প্রশান্ত বাবুর পরিবার অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্ৰী মমতা ব্যানার্জিকে।
জানা গেছে, বাংলায় আর কিছুদিনের মধ্যে প্রথমবার স্বাস্থ্যসাথী কার্ডে হৃদযন্ত্র প্রতিস্থাপনের পরিকল্পনাও চলছে।
Comments are closed.