রিষড়ার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত বোস হাউজটি তুলে দেওয়া হল বেলুড় মঠের হাতে। বৃহস্পতিবার বোস হাউজের বর্তমান মালিক শিল্পপতি পরিতোষমোহন চক্রবর্তী বোস হাউজ বেলুড় মঠের হাতে তুলে দেন। রিষড়াবাসীর অনেকদিনের দাবি ছিল বোস হাউজটি সংরক্ষণ করে ঐতিহ্যকে বজায় রাখা হোক। এদিন বোস হাউজ বেলুড় মঠের হাতে তুলে দেওয়ার পর পরিতোষ মোহন বাবু বলেন, বোস হাউজে নেতাজি ও স্বামীজির সংগ্রহশালা তৈরি করা হবে।
এই বোস হাউজ তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর মেজদা শরৎচন্দ্র বসু। জীবনের অনেকটা সময় নেতাজি রিষড়ায় তাঁর দাদার বাগান বাড়িতে দিন কাটিয়েছেন। একসময় এই বোস হাউজ এক বহুজাতিক সংস্থার হাতে চলে যায়। পরিতোষ মোহন চক্রবর্তী বলেন, তিনি যখন ওই সম্পত্তি একটি বহুজাতিক কোম্পানির কাছ থেকে কেনেন, তখনই তিনি জানতে পারেন বাগান বাড়ির গুরুত্বের কথা। তাই তিনি চেয়েছিলেন এই বোস হাউজে নেতাজি এবং স্বামী বিবেকানন্দের সংগ্রহশালা তৈরি হোক। বেলুড় মঠের পক্ষ থেকে বলা হয়, বোস হাউজে নেতাজি এবং স্বামী বিবেকানন্দর ছবি দিয়ে সংগ্রহশালা তৈরি হবে। পরবর্তীকালে সেখানে আরও কী করা যায় সেই বিষয়ে বেলুড় মঠ চিন্তাভাবনা করবে।
Comments are closed.