পঞ্চম দফাতেই ১২২ এর বেশি আসনে জয়ী হয়ে গিয়েছে বিজেপি। আর ষষ্ঠ দফার ভোটেও অনেকগুলো আসন পাবে বিজেপি। দাবি অমিত শাহের।
বৃহস্পতিবার হরিরামপুরের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলার মানুষ এবার দিদিকে বিদায় জানানোর জন্য প্রস্তুত। তিনি বলেন, ২ মে বাংলা থেকে দুর্নীতির অবসান করবে বিজেপি।
এরপরেই অমিত শাহ বলেন, ষষ্ঠ দফার ভোট চলছে বাংলায়। এই ভোটেও এত হিংসা! ভোট হিংসার রাজনীতি করে তৃণমূল। বাংলায় খুনের আর রাজনীতি চলবে না। তিনি প্রতিশ্রুতি দেন,ক্ষমতায় এলে ভোট হিংসা থেকে বাংলাকে রক্ষা করবে বিজেপি। এখানে হবে বিকাশের রাজনীতি। তাঁর অভিযোগ, আগেও বাংলায় ভোটে হিংসা করেছে বামেরা। এখন তৃণমূল হিংসা ছড়াচ্ছে। দেশের অন্য জায়গায় ভোটের সময় এত হিংসা হয় না। সুযোগ দিন, ক্ষমতায় এলে বাংলাকে ভোটের সময় রক্ষা করবে বিজেপি, বলেন শাহ।
একাধিক জনসভা থেকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মোদী-শাহকে বহিরাগত তকমা দিয়েছেন। এদিন অমিত শাহ বলেন, দিদির ভাষণে বাংলার উন্নয়নের কোনও পরিকল্পনা নেই। সারাক্ষণ সবাইকে বহিরাগত তকমা দিতে ব্যস্ত! ভাষণের বেশিরভাগ সময় আমাকে আর প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতেই ব্যস্ত থাকেন দিদি। আর কোনও এজেন্ডা নেই মমতার, অভিযোগ অমিত শাহের। এরপরেই তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারাই বলুন একজন প্রধানমন্ত্রী কী রাজ্যের মানুষের সঙ্গে কথা বলতে পারেন না? তিনি বলেন আমি দেশের মানুষ। মরে গেলে এই দেশের পবিত্র মাটিতেই আমার চিতা জ্বলবে।
অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে তিনি বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর মানুষ কেন একটা পাখিও অনুপ্রবেশ করতে পারবে না। বিজেপির সংকল্প এটা। বাংলায় কোনও অনুপ্রবেশকারীদের ঢুকতে দেওয়া যাবে না। তিনি বলেন, বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর শরনার্থীদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। মতুয়াদের উদ্দেশ্যে তাঁর বার্তা ২ মের পর মমতা দি বিদায় নেবেন। আর মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে।
Comments are closed.