ইস্তফা দিলেন ইয়েদুরাপ্পা, কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার ২ বছরের মাথায় সরলেন

ঠিক ২ বছর এইদিনেই শপথ নিয়েছিলেন। আর ২ বছর পর শপথ নেওয়ার দিনেই পদত্যাগ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। সোমবার রাজভবনে গিয়ে রাজ্যপাল থাওয়ার চন্দ গেহলটের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

এদিন কর্নাটক বিধানসভায় ভাষন দেওয়ার সময় ইয়েদুরাপ্পা জানান, আমি বরাবরই কর্নাটকের জন্য কাজ করতে চেয়েছি। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকাকালীন আমাকে কেন্দ্রের মন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু আমি রাজি হয়নি। কারণ কর্নাটকের জন্য কাজ করতে চেয়েছিলাম। কোভিডের দুবছর কঠিণ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।

ইয়েদুরাপ্পার পদত্যাগ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল। এই মাসেই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেন তিনি। এতা জল্পনা আরও প্রবল হয়। যদিও কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইস্তফার প্রসঙ্গ উড়িয়ে দিয়ে জানিয়েছিলেন, প্রকল্প নিয়ে কথা বলতেই দিল্লি গিয়েছিলেন তিনি।

এরপর গত বৃহস্পতিবারও তিনি পদত্যাগ প্রসঙ্গে জানিয়েছিলেন,২৬ জুলাইয়ের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত পদত্যাগের কথা ঘোষণা করলেন বি এস ইয়েদুরাপ্পা।

Comments are closed.