প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত, বয়স হয়েছিল ৮১

প্রয়াত দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেত্রী শীলা দীক্ষিত। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয় তাঁর। বয়স হয়েছিল ৮১ বছর। ১৯৯৮ থেকে ২০১৩ তাঁর নেতৃত্বে দিল্লি বিধানসভা ভোটে পরপর তিনবার জয় পেয়েছিল কংগ্রেস। টানা ৩ বারের দিল্লির মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত ২০১৩ সালে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের কাছে পরাজিত হন। ২০১৯ লোকসভার ভোটের আগে দিল্লি কংগ্রেসের সভাপতি ছিলেন শীলা দীক্ষিত।
১৯৩৮ সালের ৩১ শে মার্চ পঞ্জাবের কাপুরথালায় জন্ম শীলা দীক্ষিতের। নিউ দিল্লির এক কনভেন্ট স্কুল থেকে পাশ করার পর, মিরান্ডা হাউস কলেজ থেকে ইতিহাসে এমএ পাশ করেন তিনি। সেখান থেকেই রাজনীতিতে হাতেখড়ি।

কেরলের রাজ্যপাল হিসেবেও দায়িত্বপালন করেছেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া রাজনৈতিক মহলে। শোক প্রকাশ প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির।

Comments are closed.