রাজ্যপালের ভাষণ ঘিরে সোমবারও উত্তাল হয়ে উঠলো বিধানসভা। স্পিকারকে অপমানের অভিযোগ উঠলো বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। পাল্টা অধ্যক্ষর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনল বিজেপি বিধায়কেরা। এদিকে শুভেন্দু অধিকারী সহ বাকি বিধায়কদের হয়ে অধ্যক্ষ বিমান ব্যানার্জির কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
রাজ্যপাল বাজেট বক্তৃতার জবাবি ভাষণ দিতে উঠে এদিন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, “রাজ্যপালকে দিয়ে মিথ্যা তথ্য পেশ করছে রাজ্য”। সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলেও রাজ্যের মুখ্যসচিবকে একহাত নেন শুভেন্দু অধিকারী। বক্তব্য চলাকালীনই স্পিকারের সঙ্গে বচসায় জড়ান বিরোধী দলেনতা। বক্তব্য মাঝ পথে থামিয়ে স্লোগান দিতে দিতে অধিবেশন কক্ষ ছাড়েন বিজেপি বিধায়কেরা।
এদিকে স্পিকারকে অপমান করা হয়েছে এই অভিযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনার প্রস্তাব আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। পরে জবাবি ভাষণ দিতে উঠে বিরোধী দলেনতা সহ হাউসের হয়ে স্পিকারের কাছে ক্ষমা চান মুখ্যমন্ত্রী। এরপর মমতা ব্যানার্জির আর্জিতেই স্বাধিকারভঙ্গের নোটিস আনার প্রস্তাব খারিজ করেন অধ্যক্ষ বিমান ব্যানার্জি।
Comments are closed.