বর্তমানে অনেকটাই ভালো আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে খবর, এখন নিজেই তরল খাবার খেতে পারছেন। শারীরিক অবস্থাও এখন অনেকটাই স্থিতিশীল। সংক্রমণ মুক্ত তিনি। এদিকে জ্ঞান ফেরার পর থেকেই নিজের বাড়িতে ফিরে যেতে চাইছেন বুদ্ধদেব ভট্টাচার্য। জানা গিয়েছে, এ নিয়ে আলোচনা শুরু করেছেন চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ড এদিনই একটি বৈঠকে বসেছিলেন। জানা গিয়েছ, ২,৩ দিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হতে পারে।
বাড়ি এলেও তাঁকে চিকিৎসার মধ্যেই থাকতে হবে। জানা গিয়েছে, সে কারণেই চিকিৎসকদের পরামর্শ মেনে বুদ্ধদেব ভট্টাচার্যের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাঁর ঘরটিকে তৈরি করা হচ্ছে। সোমবার মেডিক্যাল বোর্ড এমনটাই জানিয়েছে।
হাসপাতাল সূত্রে খবর, সোমবার দুপুরে স্যুপ খেয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। রবীন্দ্র সংগীতও শুনতে চেয়েছেন। তাঁর শারীরিক অবস্থা দেখে এদিন দুপুরে মেডিক্যাল বোর্ড তাঁকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।
Comments are closed.