বাল্য বিবাহ রুখতে নয়া পদক্ষেপ। পাঁশকুড়ার বার্নিং রাইডার্সের প্রতিনিধিরা পাঁশকুড়া বাসস্ট্যান্ড থেকে ওডিশা পর্যন্ত বাইক নিয়ে যাত্রা করবে। ১৫ জনের একটি দল এই যাত্রা করবে। বাইক র্যালি থেকে বার্তা দেওয়া হবে বাল্যবিবাহ বন্ধ করার। বাল্য বিবাহের ক্ষেত্রে রাজ্যের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর।
ওই সংগঠনের এক সদস্য বলেন, প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা সমাজের খারাপ দিকগুলি তুলে ধরার চেষ্টা করি সাধারণ মানুষের সামনে। এইবার বাল্য বিবাহ বন্ধ করার প্রয়াস নিয়েছি। এর আগেও পরিবেশ দূষণ মুক্ত, মাদক বর্জন সহ একাধিক বার্তা দেওয়া হয়েছে সংগঠনের তরফে। এবার তাঁরা উদ্যোগ নিয়েছে বাল্য বিবাহ রোধ করার। এই বিষয়ে এলাকাবাসীরা জানিয়েছেন, কৈশোরকালীন অবস্থায় স্কুলে যায় মেয়েরা। তাই স্কুলে যেন তাঁরা সঠিক পরিবেশ পায় সেই বিষয়টি লক্ষ্য রাখতে হবে। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিকতা, স্বাস্থ্য সুরক্ষা ও অন্যান্য দিকগুলি লক্ষ্য রাখতে হবে।
এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাল্যবিবাহ রুখতে প্রশাসনিক আধিকারিকরা কাজ করছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিক প্রকল্প চালু করেছেন।
Comments are closed.