সব ঠিক থাকলে মহালয়ার আগের দিন অর্থাৎ ২৪ সেপ্টম্বর খুলে যাচ্ছে টালা ব্রিজ। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে সেতু খোলার পরদিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর থেকে ব্রিজের ওপর দিয়ে বাস চালাতে চান বাস মালিকরা। এই মর্মে পরিবহন মন্ত্রীর কাছে অনুমতি চেয়ে ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়েছে ওয়েস্ট বেঙ্গল বাস এন্ড মিনিবাস সংগঠন। পরিবহন মন্ত্রীর পাশপাশি পরিবহন সচিবকেও চিঠি লেখা হয়েছে। নবান্ন সূত্রে এমনটাই খবর।
এদিকে পূর্ত দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, ব্রিজ চালু হলেও সাতদিন কোনও ভারী যান চলাচলের অনুমতি দেওয়া হবে না। পরীক্ষামূলক ভাবে এক সপ্তাহ ওই ব্রিজের ওপর নজরদারি চালানো হবে।
যদিও বাস মালিকদের দাবি, দীর্ঘ দুই বছরের বেশি সময় টালা ব্রিজ বন্ধ থাকায় তাঁদের ঘুর পথে বাস চালাতে হয়েছে। যার জেরে বিস্তর টাকার ক্ষতি হয়েছে। তার ওপর করোনার কারণেও ব্যবসায় প্রভাব পড়েছে। এই পরিস্থিতিতে তাঁদের আর্থিক দিকটা নজরে রেখে বাস চালানোর অনুমতি দেওয়া হোক।
বাস মালিকদের সংগঠন পরিবহন দফতরে চিঠি দিলেও অনুমতি সংক্রান্ত সিদ্ধান্ত নেবে পূর্ত দফতর, কলকাতা পুরসভা এবং কলকাতা পুলিশও। এই অবস্থায় পরিবহন দফতর চিঠির পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার।
Comments are closed.