ভবানীপুর উপনির্বাচনের আগে ১৬ সেপ্টেম্বর হিন্দিভাষীদের সঙ্গে সভা করবেন মমতা ব্যানার্জি। ওইদিন ভবানীপুরের ৭২ নম্বর ওয়ার্ডে পদ্মপুকুর এলাকার উত্তম উদ্যানে হিন্দিভাষী ভোটারদের সঙ্গে বৈঠক করবেন তিনি। তাঁদের অভাব অভিযোগ শুনবেন দলনেত্রী। তৃণমূল সূত্রের খবর, ৭২ নম্বর ওয়ার্ডে সভা হলেও অন্য ওয়ার্ডের কর্মীদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, ভবানীপুর কেন্দ্রে হিন্দিভাষী ভোটারের সংখ্যা অনেকটাই। আর তাঁদের মধ্যে বেশিরভাগ বিজেপি ঘনিষ্ঠ। অন্যদিকে মমতা ব্যানার্জির প্রতি ভরসা আছে হিন্দিভাষীদের। তাই এই সম্পদায়ের মানুষের ভোট পেতে মমতা ব্যানার্জি সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবার সরাসরি কথা বলবেন হিন্দিভাষীদের। জানা গেছে, ভবানীপুরের ৭০ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে হিন্দিভাষীদের বসবাস। একুশের ভোটে এই দুই ওয়ার্ডে তৃণমূলের ভোট সংখ্যা কম ছিল। উনিশের লোকসভা ভোটেও এখানে মালা রায় এই দুই কেন্দ্রে বেশ অনেকটাই পিছিয়ে ছিলেন। তাই জয় নিশ্চিত জেনেও ব্যবধান বাড়ানোর জন্য ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস।
Comments are closed.