রাজ্যে বাকি ৪ আসনে বামদের সমর্থন করছে কংগ্রেস। ৩ কেন্দ্রে প্রার্থী না দিলেও শুধুমাত্র শান্তিপুরে প্রার্থী দেবে কংগ্রেস। এমনই সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। বুধবার অধীর চৌধুরী কংগ্রেসের সব রাজ্য নেতা ও জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন। সেই বৈঠকে তিনি সিদ্ধান্ত নেন, শান্তিপুর ছাড়া বাকি তিন আসনে বামেদের আসন ছাড়বে না কংগ্রেস। শান্তিপুরে একাই লড়াই করবে কংগ্রেস।
সূত্রের খবর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকে অধীর চৌধুরী বলেন, তিন আসনে কংগ্রেস বামেদের সমর্থন করবে। কিন্তু শান্তিপুর থেকে প্রার্থী প্রত্যাহার করতে হবে বামেদের। কিন্তু বিমান বসু অধীর চৌধুরীর এই দাবি মেনে নেননি।
অন্যদিকে বাকি ৩ আসনের সঙ্গে শান্তিপুর আসনেও প্রার্থী ঘোষণা করেছে বামেরাও। তাই এই কেন্দ্রে এবার চতুর্মুখী লড়াই হবে। শান্তিপুর ছাড়া বাকি তিন কেন্দ্রে প্রার্থী খুঁজে পাচ্ছে না কংগ্রেস। তাই গোসাবা, খড়দহ ও দিনহাটায় প্রার্থী না দেওয়ার সিদ্ধান্তই নিয়েছে কংগ্রেস। এর আগেও ভবানীপুর আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা করেছিল প্রদেশ কংগ্রেস। সেইসময় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছিলেন, এই কেন্দ্রে প্রার্থী দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা। এই বিষয়ে কংগ্রেস হাইকম্যান্ডের সঙ্গে আলোচনা করলে, প্রার্থী না দেওয়ার নির্দেশ দেয় দিল্লি কংগ্রেস। দলীয় কর্মীদের সেই নির্দেশ মেনে চলার কথা বলেছিলেন তিনি।
Comments are closed.