চার কেন্দ্রে উপনির্বাচনে একমাত্র শান্তিপুরেই প্রার্থী দেবে কংগ্রেস। এবার ঘোষিত হল প্রার্থীর নাম। শান্তিপুরে শ্রী রাজু পালকে প্রার্থী করেছে কংগ্রেস। প্রদেশ কংগ্রেসের তরফে পাঠানো নামে সায় দিয়েছে দিল্লি হাইকম্যান্ড। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন ৩০ অক্টোবর চার কেন্দ্রে উপনির্বাচনে একমাত্র শান্তিপুরে প্রার্থী দেবে কংগ্রেস। আর বাকি কেন্দ্রগুলিতে বামেদের সমর্থন করবে কংগ্রেস। সেইমত রাজু পালের নাম পাঠানো হয়েছিল দিল্লি হাইকম্যান্ডের কাছে। কংগ্রেস সূত্রে খবর সেই নামে সায় দিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।
অন্যদিকে চার কেন্দ্রে প্রার্থী দিয়েছে সিপিএম। অর্থাৎ শান্তিপুরে এবার লড়াই হবে চতুর্মুখী। ৩০ অক্টোবর শান্তিপুর, গোসাবা, দিনহাটা ও খড়দা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এই চার কেন্দ্রে প্রার্থী আগেই ঘোষণা করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিজেপিও। জানা গেছে সিপিএম এককভাবে লড়াই করবে এই চার কেন্দ্রে। কিন্তু শুধুমাত্র শান্তিপুর কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী রাজ্যের সমস্ত নেতৃত্ব ও সংশ্লিষ্ট জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে সদ্য শেষ হওয়া ভবানীপুর উপনির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সিপিএমের শ্রীজীব বিশ্বাস। ওই কেন্দ্রে কোনও প্রার্থী দেয়নি কংগ্রেস। সেইসময় অধীর চৌধুরী জানিয়েছিলেন, ভবানীপুরে প্রার্থী দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা।
Comments are closed.