ভবানীপুরে বিজেপি প্রার্থী না দিয়ে সৌজন্য দেখাতে পারতো, মন্তব্য রাজীব ব্যানার্জির

ঘোষণা করে বিজেপি না ছাড়লেও আদতে যে তিনি গেরুয়া শিবিরে নেই তা ফের বোঝালেন রাজীব ব্যানার্জি। মঙ্গলবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানান, ভবানীপুর উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী দেয়নি, সৌজন্য দেখিয়ে বিজেপিও প্রার্থী না দিলে ভালো করতো। সেই সঙ্গে তিনি স্পষ্ট বলেন, উপনির্বাচনে মুখ্যমন্ত্রীই জিতছেন।

সেই সঙ্গে এদিন ফের একবার বলেন, বিভেদের রাজনীতি বাংলার মানুষ মেনে নেয়নি। তাই বিজেপির এই বিপর্যয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও তীব্র সমালোচনা করেন রাজীব। বলেন, যাঁকে দেখে বাংলার মানুষ ২১৩টি আসন দিয়েছে তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা উচিত হয়নি। বিজেপির মধ্যে এর নেতিবাচক প্রভাব পড়েছে।

উল্লেখ্য ভোটের পর থেকেই ফের বেসুরো রাজীব ব্যানার্জি। বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একাধিক বিষয় নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। তিনি যে কোনও মুহূর্তে তৃণমূলে ফিরতে পারেন এমন একটা জল্পনা ছিলই। এর মাঝে একবার অভিষেক ব্যানার্জির সঙ্গেও বৈঠক করেন রাজীব। তারপরেই তাঁর দলবদল ঘিরে জল্পনা আরও প্রবল হয়ে ওঠে। এসবের মধ্যেই বিজেপির হেস্টিংস কার্যালয় থেকে রাজীবের জন্য বরাদ্দ রাখা নির্দিষ্ট ঘর থেকে তাঁর নামের ফলক সরানো হয়। সব মিলিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক যে এক্কেবারে তলানিতে এদিন তাঁর মন্তব্যে তা ফের একবার স্পষ্ট।

Comments are closed.