ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পকে কার্যত অক্সিজেন যোগাচ্ছে নতুন শুরু হওয়া শিয়ালদহ স্টেশন। শুরুর দিন থেকেই প্রায় ১০গুন যাত্রী সংখ্যা বেড়েছে। যা নিয়ে আশার আলো দেখছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পুরো রুটে ট্রেন চলাচল শুরু হলে ভবিষৎ-এ মেট্রোর রোজগার আরও বাড়বে বলেই মনে করছেন শীর্ষ কর্তারা।
এতদিন ফুলবাগান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালিয়ে বিরাট ক্ষতিরই সম্মুখীন হতে হচ্ছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোকে। সূত্রের খবর, এতদিন এই রুটে ১ টাকা রোজগার করতে গিয়ে মেট্রোর ব্যয় হচ্ছিল ৬ টাকা। যা রীতিমতো চিন্তায় রেখেছিল কর্তৃপক্ষকে। বুধবার পর্যন্ত ফুলবাগান-সেক্টর ফাইভ রুটে সারাদিন যাত্রী হয়েছিল গড়ে সাড়ে তিন হাজার। কিন্তু বৃহস্পতিবার শিয়ালদহ মেট্রোর দরজা খোলার পর থেকেই ছবিটা পুরো পাল্টে গিয়েছে। যাত্রী সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১০ গুন। বৃহস্পতিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় যাত্রী হয়েছিল ৩১ হাজার ৩৭ জন। শুক্রবার যাত্রী সংখ্যা আরও বেড়েছে। মেট্রোর কর্তারা জানাচ্ছেন ভবিষ্যতে এই সংখ্যাটা ৫০ হাজারও ছাড়াতে পারে। যার ফলে ক্ষতিও অনেকটাই পূরণ হবে।
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, যাত্রী সংখ্যা প্রায় ১০ গুন বেড়েছে। ভবিষৎ তা আরও বাড়বে। মেট্রোর এক শীর্ষ কর্তার কথায়, শিয়ালদহ মেট্রোর ফলে যে ইস্ট-ওয়েস্ট মেট্রো লাভের মুখ দেখবে তা নয়, তবে ক্ষতি অনেকটা সামাল দেওয়া যাবে। হওড়া ময়দান পর্যন্ত মেট্রো শুরু হলে অর্থনৈতিক অবস্থাটা আরও পাল্টাবে বলে আশাবাদী তাঁরা।
Comments are closed.