রাজ্যপাল নন, মুখ্যমন্ত্রীকে সব সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য করতে চায় রাজ্য সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই মর্মে প্রস্তাব পাস হয়। শীঘ্রই বিধানসভায় বিল আনছে সরকার। জানা গিয়েছে, রাজ্যপাল বিলে সই না করলে অর্ডিন্যান্স জারি করবে রাজ্য।
এ প্রসঙ্গে এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিকদের জানান, মন্ত্রিসভার বৈঠকে সবার মোত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, রাজ্য সরকারের যত বিশ্ববিদ্যালয় রয়েছে তার আচার্য পদে মুখ্যমন্ত্রীকে চেয়ে শীঘ্রই বিল আনবে সরকার।
রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত নতুন বিষয় নয়। এদিনই হাওড়ার বিলে সই না করা নিয়ে রাজ্যপালের তীব্র সমালোচনা করেছেন বিধানসভার অধ্যক্ষ বিমান ব্যানার্জি। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার এই সিদ্ধান্তে ফের একবার সংঘাতের আবহ তৈরি হবে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।
Comments are closed.