৬০ বছর ব্যক্তির অ্যাড্রেন্যাল গ্রন্হির আড়াই কেজির টিউমার অপারেশন করে নজির কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের
অ্যাড্রেন্যাল গ্রন্হিতে একটি বড়সড় টিউমার। বছর ৬০ এর ব্যক্তিকে সুস্থ করে তুলল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। বিহারের মজফ্ফরপুরে বাসিন্দা ওই রোগী। তাঁর পেটের বাম দিক ফুলে গিয়েছিল। সঙ্গে ছিল অসহ্য যন্ত্রনা। সিটি স্ক্যান করানোর পর দেখা যায় কিডনির ঠিক ওপরে অ্যাড্রেন্যাল গ্রন্হিতে একটি বড়সড় টিউমার রয়েছে। তাঁকে ভর্তি করা হয় কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।
সেখানে ইউরোলজি বিভাগে সিটি স্ক্যান করার পর দেখা যায় টিউমারটি বড় হয়ে রয়েছে। যা কিডনির মূল রক্তবাহী নালী এবং শরীরের মূল রক্তবাহী নালীর চারিদিকে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি খারাপ বুঝে চিকিৎসকরা অস্ত্রপচারের সিদ্ধান্ত নেন। গত ৪ এপ্রিল ইউরোলজি এবং সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচার করেন। সকাল ১০টা থেকে অস্ত্রপচার শুরু হয়, চলে দুপুর ২ টো পর্যন্ত। ডা. সুনির্মল চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচারে ছিলেন ইউরোলজি বিভাগের ডা. গৌরব কুণ্ডু, ডা. শুভম সিনহা এবং ডা. জগমোহন। ছিলেন সার্জিক্যাল অঙ্কোলজি বিভাগের প্রধান ডা. সৌরভ ঘোষ ছাড়াও অ্যানেস্থেসিয়া বিভাগের প্রধান ডা. অঞ্জনা ঘোষ দস্তিদার এবং ডা. দেবাশিস ঘোষ।
অস্ত্রোপচারে রোগীর অ্যাড্রেন্যাল গ্রন্হির আড়াই কেজির কাছাকাছি টিউমার ছাড়াও বাদ দিতে হয়েছে বাঁ দিকের কিডনি, রোগীর প্লীহা এবং অগ্নাশয়ের কিছুটা অংশ। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এখন রোগীর অবস্থা স্থিতিশীল।
Comments are closed.