রবিবাসরীয় ভোট প্রচার তৃণমূল-বিজেপি-বাম জোট প্রার্থীদের
আজ রাজ্য ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ভোটের ঘন্টা বাজতে চলেছে খুব শীঘ্রই। শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলির প্রচার তুঙ্গে। রবিবার সকালে বাংলার বিভিন্ন প্রান্তে প্রচার জনসভা শুরু হয়েছে। আজ রাজ্য ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাঁকুড়ায় থাকছেন মোদি। অন্যদিকে এগরা জনসভায় ভাষণ দেবেন অমিত শাহ।
এছাড়াও, সকাল সকাল প্রচারে নেমেছেন পূর্ব মেদিনীপুরের নির্বাচনে প্রার্থী শুভেন্দু অধিকারী। আজ পটাশপুরের প্রচার সভায় শুভেন্দু সঙ্গে থাকবেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
টালিগঞ্জের সিপিএম প্রার্থী অভিনেতা দেবদূত ঘোষ পথে নেমে প্রচার করছেন।
বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে প্রচার শুরু করলে চুঁচুড়া বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। সিনেমা জগৎ ছেড়ে রাজনীতিতে পা দেওয়ার পর প্রথমবারই হুগলি লোকসভা আসনে জয়ী হন তিনি।
রবিবার সকালে ভোট প্রচারে শিবপুরের তৃণমূল প্রার্থী ক্রিকেটার মনোজ তিওয়ারি। খেলার ময়দান ছেড়ে এই প্রথমবার রাজনীতির ময়দানে ভোট চাইবেন শিবপুরবাসীর থেকে।
রায়দিঘির পথে আজ কান্তি গাঙ্গুলির প্রচার সভা। এবারও তিনি সিপিএমের প্রার্থী। কখন হাঁটছেন, কখনও দলীয় কর্মীদের বাইকে চেপে প্রচার চালালেন তিনি।
রবিবার সকালে পথে নেমে বেহালার ঘোলসাপুর বাজার এলাকায় বাড়িতে বাড়িতে প্রচার শুরু করলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউড মহল ছেড়ে রাজনীতিতে যোগ এবং প্রথমবারই হলেন পশ্চিম বেহালার প্রার্থী।
Comments are closed.