বাতিল মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। সোমবার সাংবাদিক বৈঠক থেকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
করোনা আবহে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব কিনা, তা নিয়ে রাজ্যবাসীর মতামত জানতে চেয়ে একটি নোটিস প্রকাশ করে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। মুখ্যমন্ত্রী সেই নোটিস ট্যুইট করেন রবিবার। ইমেলের মাধ্যমে আম জনতার মতামত জানতে চাওয়া হয়।
এদিনের সাংবাদিক বৈঠক থেকে মমতা ব্যানার্জি জানালেন, রবিবার বিকেল পাঁচটা থেকে সোমবার দুপুর ২টো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রের ৩৪ হাজার মানুষ ইমেল মারফত মতামত জানিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ পরীক্ষা না নেওয়ার পক্ষেই রায় দিয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়েই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন মমতা।
Comments are closed.