BSF’র মদত ছাড়া গরু পাচার সম্ভব নয়, সিতাইয়ের গুলি কান্ড নিয়ে কেন্দ্রীয় বাহিনীকে তোপ উদয়নের

শুক্রবার ভোর রাতে কোচবিহারের সিতাইয় সাত ভাণ্ডারী সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, নিহত তিন জনের মধ্যে দু’জন বাংলাদেশের নাগরিক। এবং প্রকাশ বর্মণ নামে একজন ভারতের নাগরিক রয়েছেন। এই ঘটনার নিয়ে এবার বিসিএফ’র ভূমিকার তীব্র সমালোচনা করেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ।

ঘটনার তীব্র নিন্দা করার পাশাপাশি তৃণমূল বিধায়কের চাঞ্চল্যকর অভিযোগ, বিএসএফ’র মদত ছাড়া সীমান্তে গরু পাচার সম্ভব নয়। উদয়ন বলেন, সীমান্তে যেভাবে কাঁটা তারের বেড়া রয়েছে এবং ধারাবিকভাবে কেন্দ্রীয় জওয়ানরা টহল দেন তাতে ওঁদের মদত ছাড়া সীমান্ত পেরিয়ে গরু পাচার সম্ভব নয়। সেই সঙ্গে প্রকাশ বর্মণের মৃত্যু নিয়েও বিএসএফকে ‘ধিক্কার’ জানিয়েছেন। প্রয়োজন হলে কোমরের নীচে গুলি করতে পারোত জওয়ানরা, তা না করে মাথায় গুলি করে কেন খুন? প্রশ্ন উদয়নের।

সেই সঙ্গে এদিন বিএসএফ’র এক্তিয়ার বাড়ানোরও তীব্র প্রতিবাদ করেন তিনি। বলেন, বিএসএফ’র উপর নিয়ন্ত্রণ কায়েম করুক কেন্দ্র। বাহিনীর এক্তিয়ার বাড়ানোর প্রয়োজন নেই। এমনকী ১৫ কিমির বদলে পূর্বে বিএসএফকে যে ৮ কিমি পর্যন্ত অনুমতি দেওয়া ছিল সেটাই ফিরিয়ে আনা হোক, দাবি দিনহাটার বিধায়কের।

এদিকে ৩ জনের মৃত্যু নিয়ে বিএসএফ’র তরফে দাবি করা হয়, নিহত তিনজন গরু পাচার করতে সীমান্তে এসেছিলেন। বাধা পেয়ে সশস্ত্র পাচারকারীরা জওয়ানদের উপর হামলা চালায়। পাল্টা আত্মরক্ষা করতে জওয়ানরা গুলি চালায় এবং তাতেই ওই তিন জনের মৃত্যু হয়েছে।

Comments are closed.