নিজেই নিয়োগ করেছিলেন; সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এবার পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল 

রাজ্য রাজ্যপাল সংঘাতের আবহে এবার নতুন পদক্ষেপ নিলেন সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য অমিতাভ দত্তকে পদত্যাগের নির্দেশ দিলেন সিভি আনন্দ বোস। শুক্রবার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অমিতাভ দত্তকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন আনন্দ বোস। এবং শুক্রবারই এই নির্দেশ কার্যকর হবে বলে তিনি জনিয়েছেন।

অমিতাভ দত্তকে অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপালই। তাই এদিনের নির্দেশ নানান জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, গত মাসে উপাচার্য হিসেবে নিযুক্ত হলেও অমিতাভ দত্ত উপাচার্যের কোনও সুযোগ সুবিধা নিচ্ছিলেন না। এরপরেই তাঁকে পদত্যাগের নির্দেশ দেন আনন্দ বোস।

বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচার্য নিয়োগ নিয়ে একাধিকবার রাজ্যের সঙ্গে রাজ্যপালের সাংঘাত হয়েছে। রাজ্যপাল একতরফা ভাবে উপাচার্য নিয়োগ করছেন বলে সরব হন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই সংঘাতের আবহেই রাজ্যপাল জুলাই মাসে অমিতাভ দত্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য পদে নিয়োগ করেন।

Comments are closed.