ভিডিওকন মালিক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচারের বিরুদ্ধে সিবিআই মামলা

ভিডিওকন ঋণ মামলায় আইসিআইসিআই ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার, তাঁর স্বামী দীপক কোচার এবং ভিডিওকন কর্তা বেনুগোপাল ধূতসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। বৃহস্পতিবার ভিডিওকন সংস্থার একাধিক অফিসে হানা দেয় সিবিআই।
প্রসঙ্গত, ২০১২ সালে ভিডিওকনকে ৩,২৫০ কোটি টাকার ঋণ দেয় আইসিআইসিআই ব্যাঙ্ক। অভিযোগ ওঠে, ওই টাকা থেকেই ভিডিওকন কর্তা বেনুগোপাল ধূত, তৎকালীন আইসিআইসিআই ব্যাঙ্কের সিইও ছন্দা কোচারের স্বামীর সংস্থা, নুপাওয়ার-এ বিনিয়োগ করেছেন এবং এই লেনদেনে ছন্দা কোচার পরিবারের লোকেদের আর্থিক সুবিধা পাইয়ে দিয়েছেন। প্রথম দিকে ছন্দার পাশেই ছিল ব্যাঙ্ক। নিজেরাই বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত নেয় তারা। পরে শুরু হয় সিবিআই তদন্ত। ২০১৮ সালের মার্চ মাসে বেনুগোপাল ধূত, দীপক কোচারসহ কয়েকজনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল সিবিআই। ব্যাঙ্কের সিইও’র পদ থেকে ইস্তফা দেন ছন্দা কোচার।
বৃহস্পতিবার এই ঘটনারই নথি পত্র সন্ধান করে সিবিআই। ভিডিওকনের সদর দফতর মুম্বই ও ঔরঙ্গাবাদে তল্লাশি চালায় সিবিআই।

Comments are closed.