রোজভ্যালি মামলায় CBI এর হাতে গ্রেফতার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডু
সিবিআইএর প্রশ্নের সদুত্তর দিতে পারেননি শুভ্রা কুণ্ডু তাই গ্রেফতার
রোজভ্যালী মামলায় এবার শুভ্রা কুণ্ডুকে গ্রেফতার করল সিবিআই। রোজভ্যালী কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রার বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয় করার অভিযোগ করেছে সিবিআই। অভিযোগ, বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকা পাচার করেছেম তিনি। সূত্রের খবর, কোথায় কোথায় এই টাকা পাঠানো হয়, সিবিআই’র তদন্তের মুখে এর কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। তদন্তে সহায়তা না করা ও প্রশ্ন এড়িয়ে যাওয়ার অভিযোগ করে শুক্রবার বাড়ি থেকে শুভ্রাকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, চিটফান্ড মামলায় বহু তথ্য লুকিয়েছেন শুভ্রা কুণ্ডু।
প্রসঙ্গত, রোজ ভ্যালির আর্থিক অনিয়মের ঘটনায় গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রা কুণ্ডুকে এর আগে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। শুভ্রা এক সময় রোজ ভ্যালির স্বর্ণ বিপণি অদ্রিজার অন্যতম ডিরেক্টর ছিলেন তিনি। অদ্রিজায় একাধিক বার তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিভিন্ন ভাউচার বাজেয়াপ্ত করার পরে দেখা গিয়েছে, শুভ্রা ডিরেক্টর হিসেবে কাজ করেছেন সেখানে। এবার স্নগশ্লিষ্ট মামলায় সিবিআই’র হাতে গ্রেফতার হলেন গৌতম কুণ্ডুর স্ত্রী।
Comments are closed.