অনুব্রতর কাছে পাসপোর্ট চাইল CBI, ‘নেই’ কেন্দ্রীয় সংস্থাকে জানিয়েছে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি 

সিবিআইয়ের কাছে ২১ মে পর্যন্ত সময় চেয়ে সোমবার চিঠি দিয়েছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু ততদিন পর্যন্ত অনুব্রতর ওপর নজর রাখতে চাইছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর যে কারণেই তাঁর কাছে পাসপোর্ট চাইল সিবিআই। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআইকে তৃণমূল নেতা জানিয়েছেন তাঁর কাছে কোনও পাসপোর্ট নেই। 

এদিকে সিবিআই সূত্রে খবর, অনুব্রতর দাবি সঠিক কিনা, তা খতিয়ে দেখতে রিজিওনাল পাসপোর্ট অফিসে খোঁজ নিচ্ছেন গোয়েন্দারা। সেই সঙ্গে এয়ারপোর্ট অথরিটিকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনুব্রত মণ্ডল বাইরে কোথাও গেলে যেন কর্তৃপক্ষ সিবিআইকে তা জানায়। এদিকে সোমবারই সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রত মণ্ডলের তরফে জানানো হয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য তিনি তৈরি। কিন্তু সঙ্গে কিছু শর্ত দিয়েছেন। অনুব্রত চিঠিতে জানিয়েছেন, ২১ মে’র পর কথা বলে জিজ্ঞাসাবাদের জন্য যেখানে জায়গা ঠিক করা হবে সেখানে উপস্থিত থাকবেন তিনি। সেই সঙ্গে তদন্তে সহযোগীতারও আশ্বাস দিয়েছেন। 

একাধিকবার সিবিআইয়ের তরফে ডাকা হলেও শরীরখারাপের কারণে হাজিরা দেননি অনুব্রত। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১২ ঘন্টার মধ্যেই গরু পাচার মামলায় সিবিআই তাঁকে তলব করে, তার কিছু ঘন্টা পরে ভোট পরবর্তী হিংসার ঘটনায়ও তাঁকে হাজির দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে সিবিআইয়ের পাসপোর্ট চাওয়া ঘটনাক্রমে নতুন মাত্রা যোগ করল।  

 

Comments are closed.