এক সপ্তাহ পর ফের অনুব্রত মণ্ডলের বাড়ি গেলেন সিবিআই গোয়েন্দারা। জানা গিয়েছিল, মূলত অনুব্রত-কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতেই বুধবার বোলপুরের নীচুপট্টির বাড়িতে যান তদন্তকারীরা। যদিও প্রবেশের মাত্র ১০ মিনিটের মাথাতেই অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে আসেন তদন্তকারীরা।
বুধবার বেলা ১২.১৭ মিনিট নাগাদ সিবিআইয়ের ৪ জনের প্রতিনিধি দল অনুব্রতর বাড়িতে পৌঁছান। তবে মাত্র ১০ মিনিটের মধ্যেই তাঁরা বেরিয়ে আসেন। সিবিআই সূত্রে খবর, এদিন অনুব্রত-কন্যাকে ফোন করেই তাঁর বাড়িতে গিয়েছিল সিবিআই। কিন্তু সিবিআই অফিসারদের সুকন্যা জানিয়েছেন, তিনি কথা বলার মতো মানসিক অবস্থায় নেই। বাবা সিবিআই হেফাজতে, সম্প্রতি মা’কেও হারিয়েছেন। সব মিলিয়ে ভীষণভাবে ভেঙে পড়েছেন তিনি। এই মুহূর্তে মানসিক ভাবে তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত নন। জানা গিয়েছে, সুকন্যার ওই কথা শোনার পর অনুব্রতর বাড়ি থেকে বেরিয়ে আসেন তদন্তকারীরা।
গরু পাচার মামলায় সিবিআই হেফাজতে রয়েছেন অনুব্রত। দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদ করে তথ্য পেতে চাইছে তদন্তকারীরা। বুধবার সকালে পূর্বপল্লীর অস্থায়ী ক্যাম্পে অনুব্রতর হিসাবরক্ষককেও দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাঁকে জেরা শেষে সুকন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুব্রতর বাড়িতে রওনা দেন গোয়েন্দারা। শেষ পাওয়া খবর অনুযায়ী, অনুব্রত কন্যাকে জিজ্ঞাসাবাদের জন্য আইনি তৎপরতা শুরু করেছে সিবিআই।
Comments are closed.