গরুপাচার মামলায় ১০ দিনের সিবিআই হেফাজতে অনুব্রত মণ্ডল। আগামী ২০ আগস্ট পর্যন্ত তাঁকে সিবিআইয়ের হেফাজতে থাকতে হবে। বৃহস্পতিবার সিবিআইয়ের বিশেষ আদালত এই নির্দেশ দেয়।
আদালতে অনুব্রত নিজের অসুস্থার কথা জানান। যদিও তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেননি। উল্টো দিকে সিবিআই অনুব্রতকে ১৪ দিন হেফাজতে নেওয়ার আর্জি জানায়। আদালত দু’পক্ষের সওয়াল জবাব শুনে ১০ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
বৃহস্পতিবার সকাল থেকেই অনুব্রতকে নিয়ে কার্যত তোলপাড় রাজ্য রাজনীতি। এদিন সাত সকালেই সাত-আটটি গাড়ির কনভয় এবং ১০০ জন CRPF জওয়ান নিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়ি হানা দেয় সিবিআই। সেখানে কিছুক্ষণ থাকার পর তদন্তে অসহযোগিতার অভিযোগে সকাল ১১ টা নাগাদ অনুব্রতকে আটক করেন তদন্তকারীরা। এর পর দীর্ঘ ১২০ কিমি পথ পেরিয়ে অনুব্রতকে কুলটির ECL-এর গেস্ট হাউসে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে কিছুক্ষন জিজ্ঞাসাবাদ এবং শারীরিক পরীক্ষার পর এরেস্ট মেমো’তে সই করানো হয়। এরপর গেস্ট হাউস থেকে বেরিয়ে বিকেল ৫ টা নাগাদ সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয় অনুব্রতকে। সিবিআইয়ের বিশেষ কোর্টে শুনানি শেষ ১০ দিনের সিবিআই হেফাজতে পাঠানো হয় অনুব্রতকে।
Comments are closed.