বীরভূমে ভোটের আগে অনুব্রতকে CBI তলব, গরু পাচার মামলায় করা হবে জিজ্ঞাসাবাদ
২৯ এপ্রিল শেষ দফায় বীরভূমে ভোট, তার আগেই সিবিআইয়ের এই পদক্ষেপে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল
ভোটের মুখেই বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে তলব সিবিআইয়ের। ২৭ এপ্রিল নিজাম প্যালেসে অনুব্রত এবং তাঁর এক সঙ্গীকে হাজিরা দিতে বলা হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ গরু পাচারে যাঁরা লাভবান হয়েছেন তাঁদের মধ্যে অনুব্রতেরও নাম রয়েছে।
গরু পাচারের তদন্তে নেমে সিবিআইয়ের হাতে একটি ডায়েরি আসে। সেই ডায়েরিতে অনুব্রতের নাম রয়েছে বলে সিবিআই সূত্রে খবর। তার জেরেই তৃণমূলের জেলা সভাপতিকে সিবিআইয়ের তলব। ২৯ এপ্রিল শেষ দফায় বীরভূমে ভোট, তার আগেই সিবিআইয়ের এই পদক্ষেপে রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, বিজেপি এজেন্সিকে নির্লজ্জ ভাবে কাজে লাগিয়ে ভোটে জিততে চাইছে।
Comments are closed.