শনিবার সকালেই রামপুরহাট পৌঁছে গেল সিবিআই টিম। ডিআইজি সিবিআই অখিলেশ সিংহের নেতৃত্ব এদিন ৩০ জনের একটি প্রতিনিধি দল রামপুরহাট পৌঁছান। সিবিআই-এর সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় ফরেন্সিক দলের প্রতিনিধিরাও। শেষ পাওয়া খবর অনুযায়ী, কয়েকটি দলে ভাগ হয়ে তদন্তকারীরা ঘটনাস্থল ঘুরে দেখছেন। ফরেন্সিক অফিসাররা পুড়ে যাওয়া বাড়ি থেকে নমুনা সংগ্রহ করছেন। অখিলেশ সিংহ নিজে মিহিলাল শেখের পুড়ে যাওয়া বাড়ি ঘুরে দেখছেন।
জানা গিয়েছে, শনিবার সকালে সিবিআই দুটি দলে ভাগ হয়ে রামপুরহাট পৌঁছায়। একটি দল সরাসরি বগটুই গ্রাম পৌঁছে যায়। অন্যদলটি রামপুরহাট থানায় পৌঁছায়। সেখানে পুলিশ এবং সিটের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারপর তদন্তের কাগপত্র, কেস ডায়রি হস্তান্তরের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয় দলটিও বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সিবিআই সূত্রে আরও খবর, শনিবারই বগটুই হত্যাকাণ্ডে ধৃত ২২ জনের বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করবে তদন্তকারীরা। সেই সঙ্গে সিবিআইও একটি পৃথক এফআইআর দায়ের করেছে। এদিকে এই ঘটনায় এফআইআরে নাম থাকা ৭০ জন এখনও পলাতক বলে জানা গিয়েছে। তাঁদেরও সন্ধান চালাচ্ছে গোয়েন্দারা।
Comments are closed.