বগটুইয়ে হত্যাকাণ্ড নিয়ে তদন্ত করছে সিবিআই। এবার রামপুরহাটের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান ভাদু শেখ খুনেরও তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এমনটা নির্দেশ দেয়। এদিন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানায়,যেহেতু ভাদু শেখের খুনের ঘটনার সঙ্গে বগটুইয়ের হত্যাকাণ্ডের যোগ রয়েছে এমন একটা অভিযোগ প্রথম থেকেই উঠে আসছে, সেক্ষত্রে দুটি ঘটনারই তদন্ত করবে সিবিআই। দুটি ঘটনাই সিবিআই খতিয়ে দেখবে। এবং তদন্তের কাজ নিরপেক্ষভাবে করতে হবে।
বগটুই হত্যাকাণ্ড নিয়ে জনস্বার্থ মামলাকারীরা প্রথম থেকেই আবেদন করে আসছেন, ভাদু শেখের খুনের কয়েকঘন্টা পরেই বগটুই গ্রামে গিয়ে তান্ডব চালায় দুষ্কৃতীরা। একাধিক বাড়িতে অগ্নিসংযোগ ঘটানো হয়। যা থেকেই আগুনে পুড়ে ৯ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। সেক্ষত্রে সিবিআই এক সঙ্গে দুটি ঘটনার তদন্তভার না নিলে প্রকৃত সত্য সামনে আসবে না। বৃহস্পতিবার জনস্বার্থ মামলাকারীদের আবেদনের ভিত্তিতে শুনানিতে আদালত সিবিআইয়ের কাছে জানতে চায়, তারা ভাদু খুনের তদন্ত করতে প্রস্তুত কিনা। আদালতের প্রশ্নের জবাবে সিবিআইয়ের দু’জন আইনীজীবী দু’রকমের বক্তব্য রাখেন। সিবিআইয়ের এক আইনজীবী বলেন, আদালতের নির্দেশ পেলেই তারা তদন্ত শুরু করবে। অন্যদিকে সিবিআইয়ের আরেক আইনজীবী বলেন, ভাদু শেখ খুনের পর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে। ঘটনাস্থলে বহু লোকজনের যাতায়াত থাকায় অনেক প্রমাণও নষ্ট হয়েছে। সেই সঙ্গে সিবিআইয়ের আরও বক্তব্য তারা তদন্তের ক্ষেত্রে টাওয়ার ডাম্পিং প্রযুক্তি ব্যবহার করেছে।
অন্যদিকে রাজ্যের বক্তব্য ছিল, ভাদু শেখ খুনের ঘটনায় পুলিশ যথেষ্ট দক্ষতার সঙ্গে তদন্ত করছে। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। বৃহস্পতিবার দু’পক্ষের বক্তব্য শুনে রায় দান স্থগিত রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার এই মামলায় সিবিআইকেই দুটি ঘটনার তদন্তভার দেয় আদালত।
Comments are closed.