কিছুটা স্বস্তিতে শান্তিপ্রসাদ সহ ২ সদস্য, জিজ্ঞাসাবাদ করলেও হেফাজতে নিতে পারবে না সিবিআই; জানাল ডিভিশন বেঞ্চ
এসএসসি নিয়োগ মামলায় কিছুটা হলেও স্বস্তি পেলেন নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহা এবং অলক কুমার সরকার। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করে জানিয়ে দেয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কোনও রকম হস্তক্ষেপ করবে না ডিভিশন। অর্থাৎ শান্তিপ্রসাদ এবং আলোককে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। তবে দুই কর্তাকে কিছুটা স্বস্তি দিয়ে ডিভিশন বেঞ্চ জানায়, ওঁদের জিজ্ঞাসাবাদ করলেও হেফাজতে নিতে পারবে না সিবিআই।
কলকাতা হাইকোর্টের চারটি ডিভিশন বেঞ্চ নিয়োগ সংক্রান্ত মামলাটি ফিরিয়ে দেয়। অবশেষে বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চ মামলা গ্রহণ করে। এদিন বিকেল চারটেয় ওই মামলার শুনানি ছিল।
উল্লেখ্য এদিন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কড়া সমালোচনার মুখে পড়েন এসপি সিনহা এবং আলোক মজুমদার। দু’জনকে মঙ্গলবারই সিবিআইয়ের সামনে হাজির হওয়ার নির্দেশ দেন। সেই সঙ্গে জাস্টিস গাঙ্গুলি আরও বলেন, সিবিআই চাইলে ওই দুই কর্তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞেসাবাদ করতে পারবে। পাশপাশি উপদেষ্টা কমিটির বাকি সদস্যদের এক সপ্তাহের মধ্যে আদালতে নিজেদের সম্পত্তির হিসাব জমা দিতে বলে অভিজিৎ গাঙ্গুলির সিঙ্গেল বেঞ্চ।
Comments are closed.