প্রকাশিত হল সিবিএসই দশম শ্রেণির ফল। পাশের হার ৯৯.০৪ শতাংশ। করোনা অতিমারির জেরে এই বছর আভ্যন্তরীন মূল্যায়নের মাধ্যমে ফলপ্রকাশ হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থী ছিল ২১ লক্ষ। ১৬ হাজার ৬৩৯ জনের ফলাফল প্রকাশিত হয়নি। এগুলো আলাদা করে প্রকাশিত করা হবে বলে জানিয়েছেন বোর্ড।
এই বছর কেরলের তিরুঅনন্তপুরমের ফল বেশ ভাল হয়েছে। তিরুঅনন্তপুরমে পাসের হার ৯৯.৯৯ শতাংশ। তবে, মোট ১৬ হাজার ৬৩৯ জনের ফলাফল অসম্পূর্ণ রয়েছে। সেই সকল রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে, জানিয়েছে সিবিএসই। এদিন অফিসিয়াল ওয়েবসাইট cbse.gov.in-এ ফল প্রকাশিত হয়। cbseresults.nic.in এবং results.gov.in ওয়েবসাইটে ফল জানতে পারে পড়ুয়ারা। এছাড়াও DigiLocker, UMANG app এবং SMS এর মাধ্যমে রেজাল্ট জানতে পারে পড়ুয়ারা। CBSE 10 টাইপ করে রেজিস্ট্রেশন নম্বর, স্কুল, সেন্টারের নাম উল্লেখ করে ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে পাঠিয়ে দিয়েও ফল জানতে পেরেছে পড়ুয়ারা। গত শুক্রবার প্রকাশিত হয়েছে সিবিএসইর দ্বাদশ শ্রেণির ফল। এইবছর পাশ করেছে ৯৯.৩৭ শতাংশ পড়ুয়া।
Comments are closed.