দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা অরবিন্দ সুব্রমনিয়ানের, ফেসবুকে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।  

দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিলেন অরবিন্দ সুব্রমনিয়ান। কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে একথা জানিয়েছেন। জেটলি ফেসবুকে তাঁর পোস্টে লিখেছেন, শীর্ষ অর্থনীতিবিদ অরবিন্দ সুব্রমনিয়ান প্রায় চার বছর দেশের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব সামলেছেন। এবার তিনি কিছু বিশেষ পারিবারিক প্রয়োজনে ফের মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে যেতে চাইছেন। তিনি আরও লেখেন, কিছদিন আগেই তাঁর সঙ্গে অরবিন্দ সুব্রমনিয়ানের ভিডিও কনফারেন্স হয়েছিল। তখনই তিনি জানিয়েছিলেন, পারিবারিক কারণে তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন। ইস্তফা দেওয়ার পর অরবিন্দ সুব্রমনিয়ান এক টুইট বার্তায় জানান, ব্যক্তিগত প্রয়োজন এবং গবেষণার জন্যই অক্টোবরে তাঁর পদের মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ৫৯ বছর বয়সী এই অর্থনীতিবিদ ২০১৪ সালের ১৬ অক্টোবর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেন। দিল্লির সেন্ট স্টিফেন কলেজ, ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আই আই এম) আহমেদাবাদ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রাক্তনী বিশ্বের শীর্ষ অর্থনীতিবিদদের মধ্যে অন্যতম।

Leave A Reply

Your email address will not be published.