‘শান্তিতে উৎসব পালন করুন’, মহা শিবরাত্রী উপলক্ষ্যে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

মহাশিবরাত্রীর শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার ফেসবুক পোস্ট করে মমতা ব্যানার্জি জানান, মহা শিব রাত্রীর শুভেচ্ছা সকলকে। শান্তিতে উৎসব পালন করুন।

 

শনিবার শিবরাত্রী। পাড়ার মোড়ে, মন্দিরে মন্দিরে চলছে পুজোর প্রস্তুতি। ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্ত্বর। এই দিনে, ভক্তরা উপবাস পালন করে শিব মন্দিরগুলিতে পুজো করেন। ভক্তরা পুজোর মাধ্যমে মোক্ষ প্রার্থনা করে। মহাশিবরাত্রির বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে এই দিনে ভগবান শিব ও দেবী পার্বতীর বিয়ে হয়েছিল। তাদের মিলন দিবসটি সারা দেশে ধুমধাম করে পালিত হয়। শিব চতুর্দশী ২০২৩ পড়েছে এই বছরে ১৮ মার্চ এই তিথি ১৯ মার্চ অর্থাৎ রবিবার পর্যন্ত থাকবে।

 

Comments are closed.