রাজ্যকে সার দিচ্ছে না কেন্দ্র, অসুবিধায় বাংলার চাষীরা, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির
কেন্দ্র বাংলাকে সার দিচ্ছে না। অসুবিধার মধ্যে রয়েছেন বাংলার চাষীরা। নেতাজী ইন্ডোর থেকে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের পাট্টা দেওয়া হয় রাজ্য সরকারের তরফে। সেই অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বাংলার চাষীদের সার দেওয়া হচ্ছে না বলে সরব হন। তিনি জানান, মে মাসে চিঠি লেখা হয়েছে, অগাস্টে লেখা হয়েছে ও নভেম্বরে লেখা হয়েছে।
কিন্তু কেন্দ্রে রাজ্যের চাষীদের অভাবের কথা ভাবছেই না। এইভাবে চললে আমাদের অন্য চিন্তা করতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এখন থেকে চিন্তা ভাবনা শুরু করতে হবে। তিনি প্রশ্ন করেন, এ আবার কী? ১০০ দিনের টাকা দিচ্ছে না। চাষীদের চাষ করার জন্য সার দিচ্ছে না। তিনি বলেন, বিধানসভায় সার নিয়ে কথা বলা হয়েছে। সবাইকে বলা হয়েছে, বাংলার চাষীরা যেন বঞ্চিত না হন।
বুধবার পঞ্চায়েত ভোটের আগে জমির পাট্টা বিলির অনুষ্ঠানে নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে হাজির হন মুখ্যমন্ত্রী। প্রায় ৪ হাজার অধিক প্রান্তিক পরিবারের হাতে জমির পাট্টা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি জানান, ইতিমধ্যে আড়াই লক্ষ পাট্টা দেওয়া হয়েছে।
এদিন নাগরিকত্ব ইস্যুতে সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। আর এখন বলছে নাগরিকত্ব দেবে। সাধারণ মানুষের কাছে প্রশ্ন তুলে তিনি বলেন, আপনারা ভোট দেন না? তবে আপনারা তো নাগরিক। নাগরিকত্ব দেওয়া হবে বলা মানে অসম্মান করা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়েও সরব হন। তিনি বলেন, এখন ভোটার তালিকা সংশোধনের কাজ চলছে। নিজেদের নাম ভোটার তালিকায় রয়েছে কি না তা দেখে নেবেন।
Comments are closed.