সংবাদ মাধ্যমে ধারাবাহিক মন্তব্যের জের, এবার দিলীপ ঘোষকে কড়া বার্তা দিয়ে চিঠি লিখলে কেন্দ্রীয় নেতৃত্বে। বুধবার তাঁকে সতর্ক করে চিঠি লিখেছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিংহ। চিঠিতে জানানো হয়েছে, তাঁর একের পর এক মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়ছে দল। এ ধরণের রাজনৈতিক আচরণ গ্রহণ যোগ্য নয়। সেই সঙ্গে চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই তাঁকে এই চিঠি লেখা হয়েছে।
সূত্রের খবর, বর্তমান রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। যা দল ভালো ভাবে নেয়নি। রাজ্য বিজেপির কয়েকজন নেতাও দিল্লিতে গিয়ে দিলীপ ঘোষের নামে নালিশ করেছেন বলে খবর। এই অবস্থায় কেন্দ্রীয় নেতৃত্বের তরফে প্রাক্তন রাজ্য সভাপতিকে সতর্ক করে বলা হয়েছে, তাঁকে এর আগেও প্রকাশ্যে মন্তব্য করতে বারণ করা হয়েছিল। কিন্তু তিনি তা শোনেননি। সেই সঙ্গে স্পষ্ঠ জানানো হয়েছে, এখন থেকে সংবাদমাধ্যমে তিনি যেন কোনও মন্তব্য যেন না করেন।
প্রসঙ্গত, একুশের ভোটের পরেই কার্যত গোষ্ঠী দ্বন্দ্বে জেরবার রাজ্য বিজেপি। এই আবহে দিলীপ ঘোষকে ভিন রাজ্যের দায়িত্ব দেয় কেন্দ্রীয় নেতৃত্বে। কিন্তু তার পরেও দিলীপ ঘোষ একের পর এক মন্তব্য করেছেন। যা থেকে চটেছে কেন্দ্রীয় নেতৃত্ব, এমনটাই মত পর্যবেক্ষকদের। যদিও দিলীপ ঘোষ জানিয়েছেন, তিনি এখনও এই চিঠি পাননি, পেলে তার উত্তর দেবেন।
Comments are closed.