বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভোট কেন্দ্র, কী হবে টিকা বণ্টনের?
নির্বাচন কমিশনের তরফ থেকে এমনই নির্দেশিকা এলো CMS এ
বাগবাজারের সেন্ট্রাল মেডিকেল স্টোর হবে ভোটগ্রহণের কেন্দ্র। শুক্রবার নির্বাচন কমিশনের তরফ থেকে এমনই নির্দেশিকা এলো CMS এ।
২৯ এপ্রিল শেষ তথা অষ্টম দফায় উত্তর কলকাতায় ভোট। কমিশনের নির্দেশ, ২৭ এপ্রিল থেকে সেন্ট্রাল মেডিকেল স্টোর থাকবে কেন্দ্রীয় বাহিনীর হাতে। এর ফলে ২৯ এপ্রিল পর্যন্ত CMS র কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এখানেই উঠছে বড় প্রশ্ন। টানা ৩ দিন CMS বন্ধ থাকলে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হবে বলে দাবি চিকিৎসা বিভাগের। কারণ, CMS এ সর্বপ্রথম করোনার টিকা এসে পৌঁছায় এবং সেখান থেকে রাজ্যের বিভিন্ন কেন্দ্রে টিকা সরবরাহ করা হয়। এছাড়াও হাসপাতালের ওষুধ এবং চিকিৎসাজাত দ্রব্য সেখান থেকেই সরবরাহ করা হয়। কিন্তু ভোটের জন্য ৩ দিন সেই কাজ বন্ধ থাকলে এই করোনা আবহে সমস্যায় পড়তে হতে পারে বলে আশঙ্কা রাজ্যের চিকিৎসক মহলের।
Comments are closed.