বিশ্বকাপে রেকর্ড গড়লেন বাংলার কন্যা চাকদা এক্সপ্রেস ঝুলন গোস্বামী। সবথেকে বেশি উইকেট নিয়ে রেকর্ড গড়লেন তিনি। শীর্ষে উঠে এলেন ঝুলন গোস্বামী। ছুঁয়ে ফেললেন অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে। এখন যুগ্ম ভাবে বিশ্বকাপে উইকেট প্রাপকদের তালিকায় শীর্ষে রয়েছেন ঝুলন গোস্বামী। হ্যামিলটনে বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে এই রেকর্ড গড়েন চাকদা এক্সপ্রেস।
এদিনের ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬২ রানে হেরে গিয়েছে ভারত। কিন্তু একটি উইকেট নিয়ে বিশ্বকাপে শীর্ষে উঠে এলেন ঝুলন। বিশ্বকাপে তাঁর উইকেট সংখ্যা ৩৯। আরও একটি উইকেট নিতে পারলেই অস্ট্রেলিয়ার লিন ফুলস্টনকে টপকে যাবেন তিনি। কারণ ৩৯ বছর বয়সী ঝুলন মেয়েদের ১৯৭টি এক দিনের ম্যাচে ২৪৮টি উইকেট নিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ২ উইকেট নিয়ে মহিলা বিশ্বকাপে ইংল্যান্ডের কার্লো হডজেসকে টপকে যান ঝুলন। সম্ভবত এটাই শেষ ম্যাচ ঝুলনের।
Comments are closed.