কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল বাজি ব্যবসায়ীরা। পরিবেশবিদদের দায়ের করা মামলায় হাইকোর্ট রায় দিয়েছে কোনওরকম বাজি বিক্রি করা বা পোড়ানো যাবে না। শুক্রবার এই রায়ের পরেই দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে আতশবাজি উন্নয়ন সমিতি। বাজি ব্যবসায়ীদের মতে, সুপ্রিম কোর্ট পরিবেশ বান্ধব বাজি পোড়ানোয় সায় দিয়েছে। কিন্তু কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিরুদ্ধে গিয়ে এই রায় দিল।
শুক্রবারই কলকাতা হাইকোর্ট রায় দিয়েছে, দীপাবলি, কালীপুজো, ছটপুজো ও নতুন বছরের শুরুতে কোনও বাজি পোড়ানো যাবে না। এরআগে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছিল, পরিবেশবান্ধব বাজি পোড়ানো যাবে। এদিন হাইকোর্ট জানায়, বাজিগুলো পরিবেশ বান্ধব তা বোঝা যাবে কী ভাবে? এই মামলায় মামলাকারীর দাবি ছিল, এখনও করোনা নিয়ন্ত্রণে নেই। আর বাজি পোড়ানো হলে ক্ষতি হবে কোভিড সংক্রমিত রোগীদের। যদিও বাজি ব্যবসায়ীদের মতে, এই রায়ে বিশাল টাকার ক্ষতি হবে বলে। পরিবেশ বান্ধব বাজি পোড়ানো যাবে, সুপ্রিম কোর্টের এই রায়ের পরেই প্রস্তুতি নিতে শুরু করেছিল বাজি ব্যবসায়ীরা। সেই কারণেই শনিবার দেশের সর্বোচ্চ আদালতে হলফনামা জমা দিয়েছে আতসবাজি উন্নয়ন সমিতি। আগামী সোমবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।
Comments are closed.