রাজ্যপালের ট্যুইটে শুভেন্দুকে নিশানা চন্দ্র বসুর, লিখলেন অনৈতিক ব্যক্তিরা রাজনৈতিক ভাবে সঠিক হতে পারেন না!
শুভেন্দুর রাজভবনে আগমন নিয়ে রাজ্যপালের করা ট্যুইটে ইঙ্গিতপূর্ন মন্তব্য করলেন বঙ্গ বিজেপি নেতা তথা নেতাজীর প্ৰপৌত্র চন্দ্রকুমার বসু।
মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনখড় ট্যুইট করে জানান, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের একটি প্রতিনিধি দল বিকেল ৪ টেয় রাজভবনে আসবেন। রাজ্যপালের সঙ্গে তাঁরা দেখা করবেন।
A Delegation of opposition MLAs led by the Leader of Opposition #WBLA Shri @SuvenduWB will call on West Bengal Governor Shri Jagdeep Dhankhar at Raj Bhawan Kolkata today at 4 PM.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) July 13, 2021
এই ট্যুইটেই মন্তব্য করেন চন্দ্রকুমার বসু। শুভেন্দু অধিকারী এবং রাজ্যপালকে মেনশন করে তিনি লেখেন, গঠনমূলক কিছুই ঘটছে না পশ্চিমবঙ্গে। শুধুমাত্র আক্রমণ পাল্টা আক্রমণ, কটূক্তি ছাড়া আর কিছু হচ্ছে না। এভাবে চলতে পারে না।
তিনি আরও বলেন, অনৈতিক ব্যক্তিরা রাজনৈতিকভাবে কখনই সঠিক হতে পারেন না। তাঁর কথায়, অসাধু ব্যক্তিরা রাজনীতিতে কখনই সদর্থক কোনও পরিবর্তন আনতে পারেন না।
রাজ্যপালের ট্যুইটে শুভেন্দু এবং ধনখড়কে মেনশন করে এধরনের মন্তব্যে কী বোঝাতে চাইলেন তিনি তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে চন্দ্র বসুর কটাক্ষ আসলে শুভেন্দু অধিকারীকে নিশানা করে।
এর আগেও নয়া নাগরিকত্ব আইন নিয়ে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন। কেন্দ্রের নয়া নাগরিকত্ব আইন নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন ‘আবার দেশভাগ হতে চলছে’।
উল্লেখ্য মুকুল রায়কে PAC চেয়ারম্যান করার প্রতিবাদে বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল রাজ্যপালের কাছে নালিশ জানাতে যাবেন এমনটা শোনা গিয়েছিল। বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধেও তাঁরা ধনখড়ের কাছে অভিযোগ জানাবেন বলে জানা গিয়েছে।
Comments are closed.