বদলে যাচ্ছে হাওড়া-রাঁচি বন্দে ভারতের সময়সূচি; নতুন সময় জেনে নিন 

সম্প্রতি হাওড়া-রাঁচি বন্দে ভারত পথ চলা শুরু করেছে। হাওড়া থেকে রাঁচি যাওয়া বা ফেরা এখন আরও সহজ হয়েছে। রেল সূত্রে খবর, হাওড়া-রাঁচি বন্দে ভারতের টাইম টেবিল এবার বদলে যেতে পারে। 

২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হয়েছে। বর্তমানে রাঁচি থেকে ট্রেনটি ছাড়ে ভোর ৫টা বেজে ১৫মিনিটে। এটি হাওড়া এসে পৌঁছায় ১২টা বেজে ২০ মিনিটে। এবং আবার হাওড়া থেকে ট্রেনটি ছাড়ে দুপুর ৩টে বেজে ৪৫ মিনিটে। সেটি রাঁচি গিয়ে পৌঁছায় রাত ৮টা বেজে ৫০ মিনিটে।

তবে শীতের সময় এই সময় সূচি পরিবর্তন করা হতে পারে বলে খবর। জানা যাচ্ছে যাত্রীদের সুবিধার কথা ভেবে রাঁচি থেকে ট্রেনটি ছাড়ার সময় আর কিছুক্ষণ বাড়ানো হতে পারে। ভোর ৫টা ১৫ মিনিটের জায়গায় রাঁচি থেকে ট্রেনটি ছাড়তে পারে সকাল ৭টা বেজে ১৫ মিনিটে। যাতে শীতের সকালে যাত্রীদের ট্রেন ধরতে সুবিধা হয়, সে কথা ভেবেই এই ব্যবস্থা। 

 

Comments are closed.