পশ্চিমী ঝঞ্জার জের, ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা বাড়ল কিছুটা 

নভেম্বর শেষের পথে আবহাওয়ার বড় পরিবর্তনের খবর দিল হওয়া অফিস। তাপমাত্রা কমার তো কোনও সম্ভবনা নেই বরং ডিসেম্বরের শুরুতেই তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে খবর। শুধু কলকাতা নয় জেলায় জেলায়ও পারদ কিছুটা চড়েছে বলে জানা যাচ্ছে। 

অবাধ উত্তুরে হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমী ঝঞ্জা। কলকাতা সহ উপকূলের জেলাগুলোতে হাল্কা মেঘলা আকাশ। যে কারণে আগামী কয়েক দিন তাপমাত্রা কমার কোনও সম্ভবনা নেই। কিছুটা বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। কলকাতায় ভোরের দিকে ঈষৎ শীত অনুভব হলেও বেলা বাড়লে কার্যত গরম লাগবে। একই অবস্থা থাকবে পার্শ্ববর্তী কয়েকটা জেলাতেও। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম। আগামী কয়েকদিন পরিস্থিতি এমনটাই থাকবে বলে খবর। 

উল্লেখ্য, এ’বছর শুরুতে আবহাওয়া পরিবর্তন দেখা মনে করা হচ্ছিল রেকর্ড শীত পড়তে পারে। জেলায় জেলায় কোথাও ১০ ডিগ্রির নীচেও তাপমাত্রা নেমে গিয়েছিল। তবে ডিসেম্বরের শুরুতেই আবহাওয়ার এই হঠাৎ পরিবর্তনে অখুশি শীত প্রেমীরা। মনে করা হচ্ছে, আগামী সপ্তাহে জাঁকিয়ে শীত পড়ার সম্ভবনা রয়েছে। 

Comments are closed.