দেবী পক্ষের সূচনার দিনেই দূর্গাপুজোর উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বেশ কয়েকটি প্রতিমার চক্ষুদান করবেন তিনি। প্রতি বছরই কলকাতার কয়েকটা পুজোয় প্রতিমার চক্ষুদান করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
সূত্রের খবর, এই বছরও মহালয়ার দিন ফিরহাদ হাকিমের পুজো বলে পরিচিত চেতলা অগ্রণীর প্রতিমার চক্ষুদান করবে তিনি। মহালয়ার দিনেই সেলিমপুর, বাবুবাগান, ৯৫ পল্লি, যোধপুর পার্ক পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওইদিনেই তৃণমূলের মুখপত্র জাগো বাংলার শারদসংখ্যার উদ্বোধন করবেন মমতা ব্যানার্জি। নজরুল মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান হবে। নবান্নের সভাগৃহ থেকে আরও অন্য পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেইকারণে সাজিয়ে তোলা হয়েছে নবান্নের সভাগৃহ।
পুজোর দিনগুলিতে রাতে কোভিড বিধি নিষেধ শিথিল করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু হাইকোর্ট মণ্ডপে ঢোকার ক্ষেত্রে নো এন্ট্রি রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
Comments are closed.