বৃহস্পতিবার ছট পুজো, বুধবার দুপুর থেকে শুক্রবার পর্যন্ত বন্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর

বৃহস্পতিবার ছট পুজোয় কলকাতা হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র এবং সুভাষ সরোবর ব্যবহার করা যাবে না। তাই বুধবার থেকেই জনসাধারণের জন্য বন্ধ হয়ে যাবে এই দুই সরোবর। বুধবার রাত ৮টার পর সরোবরের সব ক’টি গেট বন্ধ করে দেওয়া হবে। ৮ নভেম্বর, শুক্রবার দুপুর ১২টা থেকে ফের সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে সরোবর।

বুধবার থেকেই রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবরের নিরাপত্তায় প্রায় ১৫০ পুলিসকর্মীকে মোতায়েন করছে লালবাজার। সংশ্লিষ্ট ডিভিশনের একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসারের নেতৃত্বে ছ’টি গেটে থাকছে বিশেষ পাহারা। 
হাইকোর্টের নির্দেশে রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজোর অনুষ্ঠান বন্ধ। জলদূষণ রুখতেই এই নির্দেশ দেওয়া হয়। রবীন্দ্র সরোবরের পরিবর্তে গল্ফগ্রিন, কসবা, যাদবপুর এলাকার বেশ কিছু অস্থায়ী জলাশয়ে পুজোর আয়োজন করা হয়। কলকাতা পুলিশ জানিয়েছে, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর সহ শহরের মোট ৯টি জলাশয়ে ছটপুজো করায় নিষেধাজ্ঞা রয়েছে। তাই প্রতিটি জলাশয় চত্বরের চারপাশ পুলিস দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে।

ছট পুজো উপলক্ষ্যে শহরজুড়ে মোট পাঁচ হাজার বাড়তি ফোর্স মোতায়েন করা হচ্ছে। একই সঙ্গে নিষিদ্ধ শব্দবাজির দাপট রুখতেও তৎপর পুলিস। ঘাট চত্বরে সাদা পোশাকের পুলিস বাহিনী মোতায়েন করেছে লালবাজার। পুলিস সূত্রে খবর, ছটপুজো দিতে যাওয়ার সময় ছোট ছোট লরি থেকে শব্দবাজি ছুড়ে দেওয়ার ঘটনা ঘটে। এরকম কোনও ঘটনা ঘটলে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.