সন্দেশখালিতে মুখ্যমন্ত্রী, ঘোষণা করলেন একগুচ্ছ সরকারি প্রকল্পের, হবে হাসপাতালের উন্নয়ন

মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে বলেছিলেন সন্দেশখালি যাবেন। সোমবার দুপুরে সন্দেশখালির ঋষি অরবিন্দ মিশনের মাঠ সাক্ষী থাকল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে জনতার উচ্ছ্বাসের। উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন মানুষের জন্য।

সভামঞ্চ থেকে সরকারি পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রী। মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। আপ্লুত মুখ্যমন্ত্রী সন্দেশখালির মহিলাদের ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরিয়ে দেন। এদিন মুখ্যমন্ত্রী বসিরহাট মহকুমার মোট ৬৬টি প্রকল্পের উদ্বোধন করেন। তালিকায় ছিল একাধিক রাস্তা, স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন থেকে পানীয় জলের বন্দোবস্ত। এর জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে ১১২ কোটি ৬৭ লক্ষ টাকা খরচ হয়েছে। পাশাপাশি ১০ কোটি ২০ লক্ষ টাকা খরচে রূপায়িত হবে, এমন ৪২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন তিনি। সন্দেশখালিতে একটি ৩০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আছে।

সেই হাসপাতালকে ৬০ শয্যার করার কথা ঘোষণা করেছেন। হাসপাতালে সিজার, অপারেশন সহ জরুরি সমস্ত পরিষেবা যাতে সঠিকভাবে দেওয়া যায়, তার জন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হবে বলে ঘোষণা করেন তিনি। সন্দেশখালিতে আগামী দিনে মিষ্টি সন্দেশের ক্লাস্টার তৈরি করা যেতে পারে বলে জানান তিনি। এদিন পড়ুয়াদেরও উৎসাহিত করে মমতার পরামর্শ, ‘ভালো করে পড়াশোনা করতে হবে। আমি দেখতে চাই, এই সন্দেশখালি থেকেই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে কেউ র‍্যাঙ্ক করবে। আইএএস, আইপিএস, পাইলট বা ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে এলাকার নাম উজ্জ্বল করবে।

Comments are closed.