মঙ্গলবার আলিপুরদুয়ারে এক সভা চলাকালীন এক কিশোরী অসুস্থ হয়ে পড়ে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁকে নিজের হাতে সেবা করে সুস্থ করে তোলেন। এরপর বুধবার হাসিমারায় অন্য মেজাজে দেখা গেল মমতা ব্যানার্জিকে। হাসিমারায় গণবিবাহের অনুষ্ঠানে ধামসা মাদলের তালে তিনি আদিবাসী মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলালেন। তৃণমূল নেত্রীকে আদিবাসীদের মতন শাড়ি পরে তাঁদের হাত ধরে নাচের তালে পা মেলাতে দেখা যায়।
রাজ্য পুলিশের তরফে আয়োজন করা হয় এই গণবিবাহের। হাসিমারার সুভাষিণী ময়দানে আদিবাসী সমাজের গণবিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাঁচশোর বেশি যুগলের বিয়ে দেওয়া হয় এদিন। বিয়ের অনুষ্ঠানের আগেই মঞ্চে উঠে আদিবাসী মহিলাদের সঙ্গে নাচের তালে পা মেলান তিনি। এরপর সাধারণের উদ্দেশ্যে ভাষণ দেন মমতা। বলেন, কলকাতায় আদিবাসী ভবন তৈরি করা হয়েছে থাকার জন্য। কালিম্পঙে আদিবাসী ভবন বানানো হয়েছে। ঝাড়গ্রামে একলব্য স্কুলে দেখাশোনার জন্য রামকৃষ্ণ মিশনকে দেওয়া হয়েছিল। তখন এর বিরোধিতা করেছিল বিরোধীরা। এবার সেখানকার সব পড়ুয়ারা ফার্স্ট ডিভিশন পেয়েছে।
এর আগেও গত বছর বিধান্সভা ভোটের আগে আলিপুরদুয়ারে একটি গণবিবাহের অনুষ্ঠানে নাচের তালে পা মিলিয়েছিলেন মমতা। এরপর অগাস্ট মাসে ঝাড়গ্রামে ফের সেই দৃশ্য দেখা যায়।
Comments are closed.